আমি টেলিগ্রাম এর মাধ্যমে প্রতারিত

আমি টেলিগ্রাম এর মাধ্যমে প্রতারিত
টেলিগ্রাম এই বাটপারদের ইউজার আইডি—
https://t.me/@shafi254
https://t.me/@JAYA_198588
https://t.me/@Faria_6MM
আমাকে টেলিগ্রামে আমন্ত্রণ জানায় তারপরে সে একটি গ্রুপে যোগ দিতে বলেছিল তারপর সে আমাকে কিছু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করার মতো টাস্ক দেয় এবং কিছু কাজ করার পরে তারা আমাকে একটি টাস্ক দেয় যেখানে কিছু টাকা বিনিয়োগ এর বিভিন্ন ধাপ আছে আমার সেখান থেকে বিনিয়োগ এর পরিমাণ নির্ধারণ করে বিনিয়োগ করতে হবে যার মুনাফা ২৫% করে দিবে এবং তাদের মার্চেন্ট নম্বরে পেমেন্ট করতে হবে-
( তাদের মার্চেন্ট বিকাশ নং- 01647484270, 01855556700

01732778386) (01858063554) (এছাড়া ব্যাংক একাউন্ট রয়েছে)
1) Bank Name – City Bank
Name – MD FURAD HOSSAIN
Account Type – Savings
Account Number – 2304056753001
Branch Name – UTTARA BRANCH
District – DHAKA
Routing Number – 225264634
এবং
Bank Name – City Bank
Name – TAMIMUL ISLAM
Account Type – Savings
Account Number – 2303999350001
Branch Name – TONGI
District – Gazipur
Routing Number – 225331633 এই অ্যাকাউন্টগুলা এবং নাম্বার গুলায় আমি টাকা পাঠিয়েছিলাম।
কিন্তু পরে আমি টাকা উত্তোলন করতে চাইলে তারা টাস্ক শেষ করতে তারা বিভিন্ন রকম আরও টাস্ক সম্পূর্ণ করতে হবে বলে আর বিনিয়োগ চায়, আমিও তা করেছি, সেই টাকা এই লিংক গুলায় জমা হচ্ছে এবং আমি এখান থেকে টাকা উত্তোলন করতে পারবো বলে তারা আমাকে এই লিংকে অ্যাকাউন্ট খোলায় (https://www.cointimebd.cc) ( https://www.cointimeonline.cc ) তারা আমাকে উপরে বর্ণিত বিকাশ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাঠায়
আমি সেখানে সর্বমোট ৩৯৭১০০ টাকা বিনিয়োগ করে ফেলেছিলাম এর পরেও আমার ক্রেডিট তথা ১০০ ক্রেডিট ছিলো ওইটা নাকি ৮০ ক্রেডিট হয়ে গেসে, কম বলে তারা টাকা উত্তোলন করতে না দিয়ে বললো ক্রেডিট ১০০ করা ছাড়া আমি নাকি টাকা উত্তোলন করতে পারবো না এবং আমার প্রতি ক্রেডিট ক্রয় করতে হবে যার মূল্য প্রতি ক্রেডিট ১০০০০ টাকা করে ২০ ক্রেডিট মানে ২০০০০০ টাকা তাদের প্রদান করতে হবে।
এছাড়াও এখন তারা কিছু কৌশল সহ আমার দ্বারা নাকি কি সমস্যা হয়েছে যার জন্য আমার ক্রেডিট কমে গিয়েছে http://www.cointimebd.cc
http://www.cointimeonline.cc এই লিংক গুলা থেকে আমার টাকা উত্তোলন
প্রত্যাহারের পদ্ধতি দ্বারা বন্ধ করে দিয়েছে। তাই আমি শুধু ভেবেছিলাম কিভাবে আমি এতগুলা টাকা দিলাম,আমি এই টাকা গুলা কয়েকজন থেকে ধারকর্জ করে তাদের দিয়েছিলাম আমি ৪০০০০০ টাকা ঋণ এর মধ্যে পড়ে গিয়েছি আমি বর্তমানে বেকার আমি কিভাবে এই টাকা পরিশোধ করবো আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। দয়া করে এই বাটপারদের উপেক্ষা করুন..এবং এদের শক্ত করে ধরার ব্যবস্থা করুন যাতে আমার মত আর কেউ প্রতারিত না হয়। এদের সাথে চ্যাট করা কিছু স্ক্রিনশট এবং আমি যে টাকা পাঠিয়েছি তা আমি সযুক্ত করে দিলাম।

আমি টেলিগ্রাম এর মাধ্যমে প্রতারিত

Submit your Complaint

0 Complaints
Inline Feedbacks
View all Complaints
0
Submit your Complaintx
()
x